Friday, September 2, 2011

জন্মদিনে

যে আলো ভিজিয়ে দিয়েছিল আমায়
আর সেইসব সাহসী স্বপ্ন, তোমার শেষ কয়েকটা রঙ-
এ শহরের কত গলিঘুঁজি থেকে খুঁজে খুঁজে জড়ো করেছি,
সে রঙ আলোয় ভিজে মিলেমিশে সাদা হয়ে গেছে।
আমার দক্ষিণের জানালার নির্গন্ধ ফুলগুলো-
আর ঝরে না, ওরা আজীবন গন্ধ পাঠাবার
প্রতিশ্রুতি দিয়েছে।
ঘুমের গভীরে জেগে থাকা প্রেম
আজ ও স্নেহ চুম্বন হয়ে কপাল স্পর্শ করে।
তুমি ই বল-
যে নদীর জন্ম হয় উৎস থেকে
উৎস কি পারে তাকে বেঁধে রাখতে?
তাই, আমি মৃত্যু জানিনা, শুধু জন্ম দিতে পারি,
আমি ধ্বংস জানিনা, শুধু সৃষ্টি করতে পারি।
আরও একবার জন্ম নিলে আজ,
একটা নতুন জীবন -তাই সৃষ্টির কবিতা।
অমরত্মের যে ভ্রূণ গেঁথে আছে আমার জরায়ুতে,
তার প্রতিটি স্পন্দন তোমাকে আরও জীবনীশক্তি দিক।
জানি কোটি আলোকবর্ষ দূরত্ব,
তবু সাঁঝবাতি দেখি আমি পশ্চিম আকাশে,
জেগে থেকো শতবর্ষ
আমার দুচোখ জেগে রইলো।।

No comments:

Post a Comment