Tuesday, August 9, 2011

সুখটান

রঙচঙে প্যাকেটের মোড়ক খুলে বের হল
আস্ত একটা সিগারেট,
আপাদমস্তক ঝকঝক করছে দেহটা,
নতুন গন্ধ নতুন মদমত্ততা আনে।
উসখুস করছে প্রেমিকের হাত
আনকোরা নতুন ঠোঁটটা
স্পর্শ করে আধাজ্বলা পুরনো ঠোঁটটাকে-
বহু স্মৃতি বিস্মৃতির গন্ধ ভেসে আসে, প্রেমিকের
ছত্রিশ হাজার ব্যর্থ কবিতার মাঝে,
তারপর ... তারপর একটু একটু করে
পুড়তে শুরু করে দেহটা
পা ছাড়িয়ে বুকে উঠে আসে
এক একটা সুখটান, আর একটু একটু করে
কাঁচা চামড়ার পোড়া গন্ধে ভরে যায় ঘরটা-
এক একটা দীর্ঘনিঃশ্বাস উঠে যায় শূন্যে
পাক খেয়ে মিলিয়ে যায় বাতাসে,
শুধু পরে থাকে হলুদ হয়ে যাওয়া
অর্ধদগ্ধ দেহটা-
ঘরের ই কোন কোণে,
ছাইয়ের স্তূপের উপর বসে প্রেমিক
হাতড়ায় রঙচঙে প্যাকেটটাকে
আবার করে......

No comments:

Post a Comment